ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃষ্টি নিয়ে বিশটি গল্প

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টি নিয়ে বিশটি গল্প

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের গল্পগ্রন্থ ‘বৃষ্টি নিয়ে বিশটি গল্প’।

বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ৪০০ টাকা।

বইটি সম্পর্কে আমীরুল ইসলাম জানান, বইটিতে বিশ রকমের বিশটি বৃষ্টি নিয়ে গল্প রয়েছে। সবগুলো গল্পই সমকালীন গল্প। বাংলাসাহিত্য তো অনেকটাই বৃষ্টিমুখর। এ ভাবনা থেকেই গল্প লেখা হয়েছে।

এ সম্পর্কে সুবলকুমার বণিক বইটির ফ্ল্যাপে লিখেছেন, আপাদমস্তক মেঘাচ্ছন্ন একজন বৃষ্টিপাগল মানুষ আমীরুল ইসলাম। বৃষ্টিরই সন্ততি তিনি- তাইতো এমন ব্যাকুল কণ্ঠে বৃষ্টিকে লক্ষ্য করে বলেতে পারেন, ‘আদুরে, লাবণ্যময়ী, স্বপ্নমাখা মা আমার’। আসলে বৃষ্টি তার ভালোবাসারই আরেক নাম। তার বৃষ্টি নিয়ে বিশটি গল্পের প্রতিটি উপাখ্যানে সেই ভালোবাসারই স্বাক্ষর। আমীরুল এই বইটিতে  সৃষ্টি করেছেন আলাদা এ বৃষ্টিবিশ্ব, নিজস্ব এক বৃষ্টিভুবন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়