ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃষ্টির কারণে ভাটা পড়েছে ঈদ আনন্দে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির কারণে ভাটা পড়েছে ঈদ আনন্দে

নিজস্ব প্রতিবেদক : এক মাস সিয়াম সাধনা শেষে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেছেন লাখো লাখো মুসল্লি। আজ সকাল থেকে থেমে থেমে এই বৃষ্টির কারণে ভাটা পড়েছে সকলের ঈদ আনন্দে। এ ছাড়া বৃষ্টির কারণে সংসদ ভবন এলাকা, মিরপুরের বিভিন্ন এলাকা, ফার্মগেট, কারওয়ান বাজার, মতিঝিল, পল্টন, শান্তিনগর, বাসাবোসহ বিভিন্ন এলাকায় রাস্তায় দেখা দেয় জলাবদ্ধতা।

ঈদ উদযাপন করতে কিশোর ও তরুণেরা নিজ নিজ পাড়া মহল্লা ও নগরীর বিভিন্ন স্পটে নানা আয়োজন লক্ষ্য করা গেলেও তাদের ঈদ আনন্দে বাধা যেন বৃষ্টি। 

এদিকে প্রতিবার ঈদে সকাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেলেও এবার চিত্র একেবারেই ভিন্ন। সকাল থেকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই।

তবে বৃষ্টির কারণে ঈদের আনন্দ বিঘ্নিত হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দেয়, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার শেষ তথ্য মতে, আজ সারা দিনই বৃষ্টি হতে পারে।
 


রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৯/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়