ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বেতার গণতন্ত্রের চাহিদা পূরণে জনগণকে সচেতন করে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বেতার গণতন্ত্রের চাহিদা পূরণে জনগণকে সচেতন করে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেতার উন্নয়নের চাহিদা পূরণে উদ্যোগী ভূমিকা নেয়, গণতন্ত্রের চাহিদা পূরণে জনগণকে সচেতন করে এবং সাংস্কৃতিক চাহিদা পূরণে চেতনার বিকাশ ঘটায়।’

সোমবার বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেতার পরিবর্তনের বাহন, উন্নয়নের উৎসাহ আর ইতিহাস-ঐতিহ্যের ধারক। বাংলা ভাষা ও সংস্কৃতির শুদ্ধ চর্চায় বাংলাদেশ বেতার যে অবদান রেখে চলেছে তা স্মরণীয় ও অনুসরণযোগ্য।’ 

বাংলাদেশ বেতারকে দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যমণ্ডিত গণমাধ্যম আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জল-স্থল-আকাশে সর্বত্র সব মানুষের কাছে তথ্য ও বার্তা পৌঁছার সবচেয়ে উপযোগী মাধ্যম হিসেবে বেতার তার অনন্যতা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ বেতার তারই একটি উদাহরণ।’

বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরার সভাপতিত্বে তথ্য সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), উপ-মহাপরিচালক (বার্তা), প্রধান প্রকৌশলী, বেসরকারি এফএম ও কমিউনিটি রেডিওর কর্মকর্তারা বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়