ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরমাণু অস্ত্র : কিমের সঙ্গে বৈঠকে মুন

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরমাণু অস্ত্র : কিমের সঙ্গে বৈঠকে মুন

আন্তর্জাতিক ডেস্ক : কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় ফের বৈঠকে বসেছেন দুই কোরিয়ার নেতা।

মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন স্ত্রী কিম জং-সুককে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছান। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং উন ও তার স্ত্রী রি সোল-জু। পিয়ংইয়ংয়েই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

গত কয়েক দশকের মধ্যে কোনো দক্ষিণ কোরীয় নেতার এটিই প্রথম উত্তর কোরিয়া সফর। তা ছাড়া, এটি মুন জায়ে-ইনের সঙ্গে কিম জং-উনের তৃতীয় বৈঠক। গত এপ্রিলে তারা প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে মিলিত হন সীমান্তবর্তী শান্তিগ্রামে।

চলতি বছরের শুরু থেকেই উত্তর কোরিয়া তার দুই বৈরি রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য অভূতপূর্ব পদক্ষেপ নেয়। তবে সিঙ্গাপুরে জুনে দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের পর ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের আলোচনায় অনেকটা অচলাবস্থা চলছে। এখানে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করছে দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে তাদের মধ্যে এখনো কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়