ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় মামলা

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় মামলা

সিলেট সংবাদদাতা : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ফ্লাই দুবাই’র একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক জফর উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

তিনি জানান, বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দারা আটককৃত জফর উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে দুবাইগামী ফ্লাই দুবাই’র (এফজেড-৫৯৬) ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং কালে জফর উদ্দিনের লাগেজে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়া যায়। 

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড, ৪৮ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার ৪০০ দুবাই দিরহাম এবং ২৫০ ওমান রিয়াল উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রামানে ১ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

আটক জফর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার দক্ষিণ জাঙ্গাইল গ্রামের নুরুজ্জামানের ছেলে।



রাইজিংবিডি/সিলেট/১৩ এপ্রিল ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়