ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে জাতিসংঘের তালিকায় মাহমুদ আজহার

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে জাতিসংঘের তালিকায় মাহমুদ আজহার

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে অবশেষে জাতিসংঘের কালো তালিকায় উঠলো মাহমুদ আজহারের নাম।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করে।  এটিকে ভারতের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মাহমুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণার জন্য চারবার উদ্যোগ নেওয়া হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। তবে প্রতিবারই চীনের আপত্তিতে তা ভেস্তে যায়। বুধবার চীন সেই আপত্তি সরিয়ে নেয়।

ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স মাহমুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণায় চীনের ওপর চাপ দিয়ে আসছিল।

মাহমুদ আজহার পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ এর প্রধান। এই সংগঠনটিকে ভারত বরাবরই জঙ্গি সংগঠন হিসেবে দাবি করে আসছিল।  গত ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় যে সন্ত্রাসী হামলায় ভারতের ৪০ সেনা নিহত হয়েছিল সেই হামলার জন্য মাহমুদ আজহারকে দায়ী করা হচ্ছিল।

বুধবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন এক টুইটার বার্তায় বলেন, ‘বড়, ছোট, সবাই একসাথে হন।  মাহমুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ।  সবার সমর্থনের জন্য কৃতজ্ঞতা।’

জাতিসংঘের এই পদক্ষেপের ফলে এখন মাহমুদ আজহারের সব অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

তথ্য : এনডিটিভি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়