ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বোমা মারলেও ইরান নতি স্বীকার করবে না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বোমা মারলেও ইরান নতি স্বীকার করবে না’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বোমা মারলেও ইরান নতি স্বীকার করবে না।

বৃহস্পতিবার ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী একদল সৈনিকের  সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা যখন বেড়ে উঠছে তখন তিনি এ মন্তব্য করলেন।

রুহানি বলেন, ‘এই প্রবল নিষেধাজ্ঞার এক বছরেরও বেশি সময় পর আমাদের জনগণ তাদের জীবনে সমস্যা মোকাবেলা সত্ত্বেও তাদের মাথা নত করেনি।’

তিনি বলেন, ‘আমাদের সহনশীলতা প্রয়োজন, যাতে আমাদের শত্রুরা জানতে পারে তারা যদি আমাদের ভূমিতে বোমা ফেলে এবং আমাদের শিশুরা শহীদ, আহত অথবা কারাবন্দী হয় তারপরেও আমরা স্বাধীনতার জন্য এবং আমাদের গর্বের জন্য আমরা উদ্দেশ্য থেকে সরে আসব না।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘১৯৮০’র দশকে ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেনের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানি ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আজ ইরান একটি অর্থনৈতিক যুদ্ধের মোকাবিলা করছে এবং এই দেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কেড়ে নেয়ার পাঁয়তারা চলছে।’

সম্প্রতি ইরানকে নিয়ে উত্তপ্ত হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। চলতি মাসের প্রথম দিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন,‘ইরান যদি যুদ্ধ চায়, তাহলে সেটিই হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। যুক্তরাষ্ট্রকে কখনোই হুমকি নয়!’ এর জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়