ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বোলিংয়ে বৈধতা পেলেন ধনঞ্জয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোলিংয়ে বৈধতা পেলেন ধনঞ্জয়া

ক্রীড়া ডেস্ক: বোলিং অ্যাকশনে সমস্যা থাকায় গত ডিসেম্বর থেকে আকিলা ধনঞ্জয়াকে নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে অ্যাকশন শুধরে নেওয়ায় সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

গত বছর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। এরপর অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা শেষে পাস করতে না পারায় তাকে নিষিদ্ধ করে আইসিসি। তবে বোলিং পরামর্শকের সাহায্য নিয়ে আবারো চেন্নাইয়ে পরীক্ষা দিতে যান ধনঞ্জয়া। সেখানে পাস করার পর তার বোলিং বৈধতা পায়।

আইসিসি’র কাছ থেকে বোলিংয়ের জন্য সবুজ সংকেত পাওয়ার পর ধনঞ্জয়াকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দলে ঠাঁই পেয়েছেন এ অফস্পিনার। তার দিলে ফেরায় প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রেরণা খুঁজে পেতে পারে লঙ্কান শিবির।

সীমিত ওভারের ক্রিকেটে সম্প্রতি শ্রীলঙ্কা দলের অন্যতম আকর্ষনীয় একজন ক্রিকেটার ধনঞ্জয়া। ২০১৮ সালে ওয়ানডেতে দেশের হয়ে ২৮টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া টেস্টে ২৪.২৫ গড়ে উইকেট নিয়েছেন ২৭টি।




রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়