ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বোয়ালমারী মুক্ত দিবসে র‌্যালি ও স্মৃতিচারণ

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোয়ালমারী মুক্ত দিবসে র‌্যালি ও স্মৃতিচারণ

ফরিদপুর প্রতিনিধি: হানাদারমুক্ত দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে র‌্যালি ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড, বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে  একটি শোভাযাত্রা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

এরপর কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়। এতে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতি সকলের উদ্ধেশ্যে তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, পৌর মেয়র মো. মোজাফফর হোসেন মিয়া, সহকারী কমান্ডার (সাংগঠনিক) কেএম জহুরুল হক ও ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী প্রমূখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের আক্রমনে এদিনে পাকবাহিনী বোয়ালমারী হাসপাতালে স্থাপিত ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।




রাইজিংবিডি/ ফরিদপুর/৯ ডিসেম্বর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়