ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যক্তিগত গাড়ি কিনতে খরচ বাড়ছে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যক্তিগত গাড়ি কিনতে খরচ বাড়ছে

বিশেষ প্রতিবেদক : দেশে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহন ক্রমাগতভাবে বাড়ছে। ফলে একদিকে যেমন বিভিন্ন সড়কে যানজট লেগে থাকে, একইসঙ্গে অতিরিক্ত যানবাহন চলাচলে সড়কের বেহাল অবস্থা হয়।

এ অবস্থায় ব্যক্তিগত যানবাহন ক্রয়ের ক্ষেত্রে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদের চার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর পক্ষে এই ঘোষণা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যানজট নিরসনে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়নকালে পরিশোধিত চার্জ বা ফির ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।’

এ ছাড়াও উচ্চবিত্তদের বাহন, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার খাতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/হাসনাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়