ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যাংকিং খাতের উন্নয়নে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাংকিং খাতের উন্নয়নে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বর্তমানে ব্যাংকিং ব্যবসাকে এগিয়ে নিচ্ছে আইসিটি। তাই ব্যাংকিং খাতের উন্নয়নে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। তবে ব্যাংকিং খাতে আইসিটি প্রসারের পাশাপাশি সাইবার ঝুঁকিও বাড়ছে।

রোববার রাজধানীর মিরপুরে অবস্থিত বিআইবিএম অডিটোরিয়ামে 'সাইবার থ্রেড রিডনেস ফর ব্যাংকার্স' শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতের সুরক্ষায় সাইবার সিকিউরিটি দেওয়া গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ব্যাংকগুলোকে সজাগ দৃষ্টি দিতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরি করাও প্রয়োজন।

আগামী প্রজন্মের অনলাইন ব্যাংকিংয়ের জন্য আইসিটি সিকিউরিটি এবং গভর্ন্যান্স খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

ফজলে কবির বলেন, রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক সাইবার সিকিউরিটির বিষয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ফলে অনলাইন পেমেন্ট সিস্টেম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি আগের চেয়ে অনেক সমৃদ্ধও হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/নাসির/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়