ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যারিস্টার আমিনুল হকের জানাজা সম্পন্ন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যারিস্টার আমিনুল হকের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন মন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমিনুল হকের জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ জানাজায় অংশ নেন।  এছাড়াও প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, প্রাক্তন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল মতিন খসরু,  ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রাক্তন  অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, প্রাক্তন সভাপতি ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও  অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে প্রধান বিচারপতি মো. সৈয়দ মাহমুদ হোসেন ব্যারিস্টার আমিনুল হকের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও শ্রদ্ধা নিবেদন করে।



রোববার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যারিস্টার আমিনুল হক মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আমিনুল হক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন।

আমিনুল হক এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজশাহীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়