ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর সংবাদদাতা : জামালপুর-শেরপুর সড়কে ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে যানবাহন চালক ও শ্রমিকরা।

ব্রহ্মপুত্র সেতুর উপর সড়ক অবরোধ চলাকালে মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা ম্যাক্সি পিকআপ ট্রাক্টর ও লেগুনা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক তারা মিয়া, সদস্য শাহ পরান ও পিকআপ চালক মিন্টু মিয়া।

যানবাহন চালক ও শ্রমিকদের অভিযোগ, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রতিটি ট্রাকের জন্য ১৭০ টাকা, পিকআপ ৪০ টাকা, পাওয়ার টিলার ৬০ টাকা, মিনি ট্রাক ১০০ টাকা, অটোরিকশা ১০ টাকা টোল নির্ধারণ করে ইজারা প্রদান করেছে। কিন্তু ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স মীর ট্রেডার্স সেতুর উপর দিয়ে পারাপারে প্রতিটি যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরে লিখিত অভিযোগ করে যানবাহন চালকরা প্রতিকার পাচ্ছেন না। শ্রমিকরা অতিরিক্ত টোল আদায় বন্ধ করার দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

 

রাইজিংবিডি/জামালপুর/১৫ এপ্রিল ২০১৯/সেলিম আব্বাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়