ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রিটিশ এয়ারওয়েজ : তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি হিথ্রো

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ এয়ারওয়েজ : তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি হিথ্রো

আন্তর্জাতিক ডেস্ক : কম্পিউটার ব্যবস্থায় বিপর্যয়ের কারণে তৃতীয় দিনের মতো সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের কার্যক্রমে স্বাভাবিক হয়নি। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক কম্পিউটার ব্যবস্থা নষ্ট হওয়ায় ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো ও গেটউইক থেকে শনিবার নিজেদের সব ফ্লাইট বাতিল করে ব্রিটিশ এয়ারওয়েজ। বিশ্বজুড়ে তাদের বিভিন্ন ফ্লাইটে সমস্যা দেখা দেয় এবং পর্যায়ক্রমে সংস্থাটির কল সেন্টার ও ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে পড়ে।

রোববার টুইটারবার্তায় সংস্থাটি জানিয়েছিল, সোমবার গেটউইক থেকে পুরোপুরি শিডিউল অনুযায়ী বিমান চলাচল শুরু হবে। এছাড়া হিথ্রো থেকে একইদিন দূর ও কাছের যাত্রার বিমান সেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে সোমবার শতাধিক যাত্রীকে ঘন্টার পর ঘন্টা বিমানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে এক বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের সহায়তার জন্য হিথ্রোতে অতিরিক্ত কর্মী নিয়ে আসা হয়েছে এবং যাত্রীদের বিনামূল্যে খাদ্য ও পানীয় সরবরাহ করা হচ্ছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়