ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ৮ জনের কারাদণ্ড

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ৮ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের অসাদুপায়ে সহযোগিতা করার সময় আটজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ১৩টি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন মনিরা তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তিন পর্বে অনুষ্ঠিত হয়। শেষ পর্বে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পারে, একটি চক্র বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করছে। তারা পুলিশ প্রশাসনকে অবহিত করলে শহরের বিভিন্ন স্থান থেকে ভর্তি পরীক্ষার শেষ সময়ে ওই চক্রের আটজনকে হাতেনাতে ধরে ফেলে। তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করছিলেন।   

সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুর রহমানের ছেলে ও শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ বিন হাফিজ ওরফে নিলয়কে (২০) শহরের এলএমবি মার্কেটের স্টার হোটেল থেকে পাঁচটি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও নানা সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।

পাবনার আমিনপুরের নজরুল ইসলামের ছেলে ও শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিবুল ইসলামকে (২৯) শালগাড়ীয়ার গোলাপবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

সদর থানার তারাবাড়ীয়া গ্রামের সাইদ হোসেনের ছেলে মৃদুল (২০), ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের আব্দুস সালামের ছেলে মাহবুবুল আলম (২০), চাটমোহরের লক্ষ্মীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে শাহরিয়ার (২০), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের আহমেদ আলীর ছেলে তারেক হাসান (২২), ফরিদপুর উপজেলার বনোয়ারীনগর গ্রামের আক্কাস আলীর ছেলে রাকিবুল ইসলাম (২০) ও আতাইকুলার ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুলকে (২০) গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছে।



রাইজিংবিডি/পাবনা/২৭ অক্টোবর ২০১৭/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়