ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৩৪

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৩৪

নিজস্ব প্রতিবেদক, যশোর : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ৩৪ নারী-পুরুষকে আটক করেছেন বিজিবির সদস্য। তবে এ সময় বিজিবি সদস্যরা দালাল চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেননি।

বিজিবি জানায়, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশ কিছু লোক সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। প্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সীমান্তের পুটখালী ও দৌলতপুরে অভিযান চালায়। অভিযান চলাকালে শিশুসহ ৩৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শিশু-এক, নারী ১৫ ও পুরুষ ১৮ জন এবং এদের সকলের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

২১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বুধবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী ও দৌলতপুর বিওপির টহল দল কর্তৃক দায়িত্বাধীন এলাকা হতে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/যশোর/১৮ এপ্রিল ২০১৮/বি এম ফারুক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়