ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারত-পাকিস্তানের একাদশে কারা?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত-পাকিস্তানের একাদশে কারা?

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সরফরাজ আহমেদকে টস জিতে ব্যাটিং নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ টস জিতে নিয়েছেন বোলিং। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কোনো অধিনায়কের টস জিতে বোলিং নেওয়ার ঘটনা এটাই প্রথম।

সিদ্ধান্তটা অবশ্য আবহাওয়ার কারণেই। বৃষ্টির পূর্বাভাস ছিল এই ম্যাচে। ম্যাচের আগে যদিও বৃষ্টি নামেনি। তবে আকাশ রয়েছে মেঘলা। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতেই আগে বোলিং নিয়েছেন সরফরাজ। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, টস জিতলে তিনিও বোলিং নিতেন।

দুই দলই এনেছে পরিবর্তন। ভারতের একটি পরিবর্তন অবশ্য অনুমিতই ছিল। চোট পাওয়া ওপেনার শিখর ধাওয়ানের জায়গায় দলে এসেছেন পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর।

পাকিস্তান শক্তি বাড়িয়েছে স্পিনে। দলে এসেছেন দুই স্পিনার ইমাদ ওয়াসিম ও শাদাব খান। বাদ পড়েছেন আসিফ আলী ও শাহীন শাহ আফ্রিদি।

বিশ্বকাপে কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ছয়বারের দেখায় প্রতিবারই জিতেছে ভারত। পাকিস্তান এবার ইতিহাস বদলাতে পারে কি না, দেখার এখন সেটিই।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ চাহাল, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির।




রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়