ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাষাশহীদদের প্রতি নির্বাচন কমিশনের শ্রদ্ধা নিবেদন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাষাশহীদদের প্রতি নির্বাচন কমিশনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

২১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে নবগঠিত ইসির সদস্যদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিইসি।

শ্রদ্ধা নিবেদন শেষে কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা। সুতরাং আমরা গণতন্ত্র বলি বা এর মূল্যবোধ বলি, এর মূলে রয়েছে একুশের চেতনা।

তিনি বলেন, একুশের উৎসাহ, উদ্দীপনা সবকিছু নিয়ে জাতি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে এই চেতনাগুলো যারা কাজে লাগাবে বা এরই মধ্যে যারা এর সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদের সাধুবাদ জানাই।

এ সময় নির্বাচন কমিশন সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত দেড়টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়