ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভিকারুননিসার সংকট নিয়ন্ত্রণের বাইরে যায়নি : সচিব

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিকারুননিসার সংকট নিয়ন্ত্রণের বাইরে যায়নি : সচিব

সচিবালয় প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান সংকট সরকারের নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

রোববার সচিবালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের অনশন না করার আহ্বান জানান।

সচিব বলেন, দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। কোনো অবস্থাতেই যেন এমন কিছু না হয় যাতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়, সে চেষ্টা করছি। প্রত্যেকের মর্যাদা যেন সমুন্নত থাকে সেজন্য মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি যাতে ভালো চলে, শিক্ষার্থীরা যেন প্রকৃত শিক্ষা পায়, সেজন্য সকল প্রচেষ্টা অব্যাহত আছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম ও অভিবাবকদের সহায়তা চান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।       




রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়