ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ভূত বলে কিছু নেই’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩০, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভূত বলে কিছু নেই’

বিনোদন ডেস্ক: অফিসের রিসিপশনে বউ সেজে বসে আছে রানু। অনেক কানাঘুষার পর জানা গেল মেয়েটি ফয়সালকে খুঁজছে। ফেসবুকে অল্পদিনের পরিচয়ে রানু যে, এভাবে হুট করে ঢাকায় চলে আসবে তা ভাবতে পারেনি ফয়সাল। তারপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রানু-ফয়সাল।

এরপর শুরু হয় এ দম্পতির সংসার জীবন। বাসর রাতেই রানুকে ভয় দেখাতে একটা গল্প বলে ফয়সাল। পরদিন সকাল থেকেই ঘটতে থাকে অদ্ভুত, অলৌকিক সব ঘটনা। জানা যায়, এ বাড়ির মালিকের মেয়ে নাকি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল। রানুর কাছে সবকিছু কেমন গোলমেলে লাগতে থাকে। আসলেই কী বাড়িটিতে ভূত আছে না অন্যকিছু?

এ প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে ‘ভূত বলে কিছু নেই’ শিরোনামের নাটকটি। রোহিত হাসান কিসলুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আর ফয়সাল চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, সংগীতা প্রমুখ।

আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ। 




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়