ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভূমিকম্পে বেঁচে গেলেও হেলিকপ্টার কেড়ে নিল প্রাণ

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমিকম্পে বেঁচে গেলেও হেলিকপ্টার কেড়ে নিল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে তাদের ঘরবাড়ির ক্ষতি হলেও তারা প্রাণে বেঁচে যায়। বিধ্বস্ত এলাকা থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এখনো। কিন্তু সরেজমিনে তাদের দুর্দশা দেখতে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত মানুষের ওপর আছড়ে পড়ায় প্রাণ গেল ১৪ জনের। তাদের মধ্যে এক শিশুও রয়েছে।

স্থানীয় সময় শনিবার মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে বহনকারী কয়েকটি গাড়ির ওপর হেলিকপ্টারটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের গভর্নর এই হেলিকপ্টারে ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আলফানোসো নাভারেতে বলেন, ‘হেলিকপ্টারটি অবতরণের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে এ দুর্ঘটনা ঘটে।’ হেলিকপ্টারের কোনো যাত্রী এ দুর্ঘটনায় নিহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে কয়েকজন আহত হয়েছেন।

গত শুক্রবার মেক্সিকোতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩৫০ কিলোমিটার দূরে। রাজধানীতেও ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কেউ নিহত হয়নি।

কর্তৃপক্ষ জানায়, সামরিক হেলিকপ্টারটি সান্তিয়াগো জামিলটেপেক গ্রামে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে বহনকারী গাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ছয় মাস বয়সি এক শিশুসহ ১৪ জন লোক মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলিকপ্টারটি অবতরণের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো গ্রাম অন্ধকারে ছিল। এটি অবতরণের আগে গ্রামটিতে বেশ কয়েকবার চক্রর দেয়।

গত শুক্রবার রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ডন লুইস ওয়াক্সাকা স্টেটের পিনোটেপা শহর। ভূমিকম্পটি ছিলো ২৪ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভস্থ।  

গত সেপ্টম্বরে দুইবার বিধ্বংসী ভূমিকম্পে মেক্সিকোতে শত শত মানুষ নিহত হয়। অবস্থানগত দিক দিয়ে মেক্সিকো বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/ইভা/রাপা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়