ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোট ছাড়াই বিএনপি ক্ষমতায় যেতে চায় : নাসিম

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট ছাড়াই বিএনপি ক্ষমতায় যেতে চায় : নাসিম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএনপি ভোট ছাড়াই ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘সামনে নির্বাচন; তাই আবার চক্রান্ত শুরু হয়েছে। বিএনপি ভোট ছাড়া ক্ষমতায় যেতে চায়। এ জন্য তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কিন্তু নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না।’

মঙ্গলবার বিকেলে রাজশাহীর সাহেববাজারে ১৪ দল আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘বিএনপিকে বলবো নির্বাচনের জন্য প্রস্তুত হোন। আমরা মাঠে খেলে গোল দিতে চাই। বিশ্বকাপে মেসি, নেইমার গোল মিস করতে পারে। কিন্তু শেখ হাসিনা গোল মিস করবে না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয়, তাহলে তাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘১০ বছর দল ক্ষমতায় আছে। মন্ত্রী, এমপি, নেতাকর্মীদের ভুল হতে পারে। কিন্তু শেখ হাসিনা কাউকে ক্ষমা করেননি। ভুল করলে শাস্তি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ভুল নেই। তাই জনগণ আবার তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৪ দলের ভেতরে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনি বৈতরণী পার হবে। আগামী নির্বাচনেও ১৪ দলের প্রার্থীরা বিজয়ী হবেন।’

জনসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ দলের কেন্দ্রীয় এবং বিভাগের বিভিন্ন স্থানের নেতারা।

রাজশাহী ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এতে সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।



রাইজিংবিডি/রাজশাহী/৯ অক্টোবর ২০১৮/তানজিমুল হক/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়