ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোটার না হলে যৌনমিলন নয়

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার না হলে যৌনমিলন নয়

আন্তর্জাতিক ডেস্ক : ভোটার হিসেবে  নাম নথিভুক্ত না করলে স্বামীদের যৌনমিলনের সুযোগ না দিতে কেনিয়ার নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের এক সদস্য। কেনিয়ার সংবাদমাধ্যম স্ট্যান্ডার্ড নিউজপেপারের বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

উপকূলীয় শহর মোম্বাসা থেকে নির্বাচিত আইনপ্রণেতা মিশি এমবোকার মতে, বিরোধীজোটের ভোটের পাল্লা ভারী করতে এটা হবে সেরা পদক্ষেপ।

আগামী ৮ আগস্ট কেনিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটারদের নাম নথিভুক্ত করা হবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করবেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। তবে কেনিয়াত্তার বিরুদ্ধে লড়তে জোটবদ্ধ হয়েছে দেশটির বিরোধী দলগুলো। এই জোটে মিশি এমবোকার দলও রয়েছে।

মিশি এমবোকার মতে , যেসব বিবাহিত পুরুষ ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে অনিচ্ছুক, তাদেরকে উৎসাহিত করার একটি বড় অস্ত্র হচ্ছে এই যৌনমিলন।

তিনি বলেন, ‘নারীরা, এই পদক্ষেপ আপনাদের নেয়া উচিৎ। এটা হচ্ছে সেরা পদক্ষেপ। তারা আপনাদের ভোটার কার্ড দেখানোর আগ পর্যন্ত তাদেরকে যৌনমিলনের সুযোগ দিতে অস্বীকৃতি জানান।’

মিশি অবশ্য জানিয়েছেন, তার স্বামী এর দ্বারা প্রভাবিত হবে না। কারণ ইতিমধ্যে সে ভোটার হিসেবে তার নাম নথিভুক্ত করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়