ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভোলার খালে হঠাৎ দেশি মাছের সমারোহ

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলার খালে হঠাৎ দেশি মাছের সমারোহ

ভোলা সংবাদদাতা: একসময় ভোলার খাল-বিলে ছিল মাছের সমারোহ। জাল নিয়ে বেরিয়ে পড়লেই হতো। এমন কী খালি হাতেও মাছ ধরা যেতো।

গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ- গল্পের সেদিন আর নেই। মাছশূন্য ভোলার লালমোহনের খালে হঠাৎ করেই যেন ফিরে এসেছে সেই পুরনো দিন।

লালমোহন উপজেলা হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া বড় খালসহ বিভিন্ন খালেই ভাটার সময় দেখা যায় বিভিন্ন প্রজাতির দেশি মাছের ছড়াছড়ি। বুধবার দুপুরের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এরপরই শুরু হয়ে যায় মাছধরার উৎসব।

খালের আশপাশের ছেলে-বুড়ো, পুরুষ-মহিলা সবাই উৎসব আমেজে থালা বাটি ঝাঁঝর ডিশ বালতি খলুই নিয়ে মাছ ধরতে খালে নেমে পড়ে। জেলেদেরকে নানাপ্রকার জাল নিয়েও নেমে পড়তে দেখা যায়।

এমনকি নারীদেরকেও ওড়না শাড়ি মশারি নিয়ে খালে নামতে দেখা যায়। আবার এই মাছ ধরার উৎসবে প্যান্ট শার্ট পরা অবস্থায়ও খালের কাদা জলে নামতে দেখা গেছে। পুটি, খইলসা, গুইঙ্গা, বোয়াল, টাকি, বাইন সহ ছোটবড় বিভিন্ন প্রজাতির দেশি মাছ ধরে আনন্দ কুড়ায় তারা। হঠাৎ দেশি মাছের এমন সমারোহ দেখে সবার চোখেই বিস্ময়!

নতুন বছরে প্রকৃতির এ যেন এক অনন্য উপহার।




রাইজিংবিডি/ ভোলা/৩ জানুয়ারি ২০১৯/ফয়সল বিন ইসলাম নয়ন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়