ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোলায় হতদরিদ্রদের মাঝে পুনাকের ঈদবস্ত্র বিতরণ

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় হতদরিদ্রদের মাঝে পুনাকের ঈদবস্ত্র বিতরণ

ভোলা প্রতিনিধি : ভোলায় গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক) এ ঈদবস্ত্র বিতরণ করে।

জেলা পুনাক সভানেত্রী ফারহানা তানজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা সদর ও দৌলতখানের পাঁচ শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ তাহের, সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনেক গরিব, অসহায় পরিবার রয়েছেন যারা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন না। সেই সব বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক)। তাদের মুখে হাসি ফোটাতে ঈদবস্ত্র বিতরণ করছে যা একটি মহৎ উদ্যোগ। পুলিশ নারী কল্যাণ সমিতির মতো সমাজের বিত্তবানদেরও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।



রাইজিংবিডি/ভোলা/৩ জুন ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়