ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভ্যানে ফেরি করে বিদ্যুৎ সংযোগ!

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্যানে ফেরি করে বিদ্যুৎ সংযোগ!

নিজস্ব প্রতিবেদক, রংপুর : যাদের ঘরে বিদ্যুৎ নেই, ফেরি করে চাওয়ামাত্র তাদের সংযোগ দেওয়া হচ্ছে। গত ৫ দিনে এভাবে আড়াই শত সংযোগ দেওয়া হয়েছে।

রোববার রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২০টি ঘরে মিটার লাগিয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ দিয়েছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোকজন।

উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে ফেরি করে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমে শামিল হন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সেখানে সভাপতিত্ব করেন বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী। শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান নুরুল ইসলাম প্রামাণিক প্রমুখ।

পরে স্থানীয় রাবেয়া বেগমের বাড়িতে মাত্র পাঁচ মিনিটে মিটার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। জি এম নূরুর রহমান জানান, মিঠাপুকুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে বিভাগের তিনটি টিম আলোর ফেরিওয়ালা সেজে ভ্যানে মাইক লাইক লাগিয়ে প্রচার চালাচ্ছে।

এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 



রাইজিংবিডি/রংপুর/১৩ জানুয়ারি ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়