ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘মওদুদ অবরুদ্ধ হওয়ার নাটক সাজিয়েছেন’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মওদুদ অবরুদ্ধ হওয়ার নাটক সাজিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আস্থা হারিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ অবরুদ্ধ হওয়ার নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

রোববার সকাল ১১টায় চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। শনিবার ঢাকায় বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদের সংবাদ সম্মেলনে করা অভিযোগের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, মওদুদ আহমদকে নোয়াখালীতে অবরুদ্ধ করে রাখা হয়েছে মর্মে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মনগড়া অভিযোগ উপস্থাপন করেছেন রিজভী আহমেদ। প্রকৃতপক্ষে মওদুদ আহমদকে অবরূদ্ধ করে রাখা হয়নি।

মওদুদ আহমদ আগে কখনো ঈদের পাঁচ/সাত দিন বা কয়েক দিন আগে গ্রামের বাড়ি যেতেন না জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি যত দিন ধরে রাজনীতি করছেন, ক্ষমতায় থাকাকালীন এবং গত কয়েক বছর সাধারণত ঈদের পর দিন গ্রামের বাড়ি যান। গত রমজানের ঈদের আগে তিনি গ্রামের বাড়ি গেছেন। এবার কোরবানির ঈদের পাঁচ দিন আগে তিনি গ্রামের বাড়ি গেছেন। 

হাছান মাহমুদ বলেন, ‘‘গত রমজানের ঈদের আগে কোটাবিরোধী আন্দোলন হয়েছিল,  সেই আন্দোলনে বাতাস দিয়েছিলেন মওদুদ আহমেদসহ অনেকে। সেই আন্দোলন ব্যর্থ হওয়ার পর মওদুদ আহমদ গ্রামের বাড়ি গিয়েছিলেন। গ্রামে গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে নাটক সাজিয়েছেন।’’

নিরাপদ সড়কের দাবিতে কিশোর-কিশোরীদের আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন ছিল এবং প্রধানমন্ত্রী সব দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘‘সেই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মওদুদ আহমদসহ অনেকে ২৫-৩০ বছরের যুবক-নারীদের স্কুলের ড্রেস পরিয়ে পিছনে ব্যাগ ঝুলিয়ে কোমলমতি সাজিয়ে দিয়েছেন।

‘‘ব্যাগের মধ্যে পাথর পাওয়া গেছে। কোনো কোনো ব্যাগে আবার চাপাতি পাওয়া গেছে। লোহার রড পাওয়া গেছে। মওদুদ আহমেদরাই এই কাজগুলো করেছেন। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে এই কিশোর-কিশোরীদের ঘাড়ের উপর চড়ে বন্দুক দিয়ে শিকার করার যে পাঁয়তারা তারা করেছিলেন সেটি ব্যর্থ হয়েছে।’’

হাছান মাহমুদ বলেন, ‘‘ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর মওদুদ আহমদ আবার নোয়াখালীতে গেছেন। আবার অবরুদ্ধ করে রাখা হয়েছে মর্মে নাটক সাজিয়েছেন।’’

তিনি বলেন, ‘‘পুলিশ নাকি তাকে অবরূদ্ধ করে রেখেছে। সেখানে কিন্তু তার বাড়ির আশপাশে পুলিশ নেই। পুলিশ যেখানে নেই, সেখানে পুলিশ কীভাবে অবরুদ্ধ করে রাখল? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেখানে কোনো পুলিশ নেই।’’

মওদুদ আহমদ অনেক আগেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আস্থা হারিয়েছেন বলে দাবি করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমান তাকে সন্দেহের চোখে দেখেন। বিএনপি নেতা-কর্মীরা তাকে সন্দেহের চোখে দেখেন। একদিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং অন্য দিকে দেশবাসীর মনোযোগ আকর্ষণ করার জন্য মওদুদ আহমদ এ ধরনের নাটক সাজাচ্ছেন।’’

অবরূদ্ধ করে রাখার অভিযোগ মনগড়া এবং এটি সাজানো নাটক ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপস্থিত ছিলেন



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ আগস্ট ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়