ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মধুমতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধুমতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়  মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ নৌকা বাইচের আয়োজন করে। স্থানীয়দের আনন্দ দিতে ২০১৪ সাল থেকে নিয়মিত নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

সোমবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট, চিতলমারী ও সীমান্তবর্তী জেলা গোপালগঞ্জের হাজার হাজার দর্শনার্থী নৌকা বাইচ দেখার জন্য মধুমতি নদীর দুই পাড়ে ভিড় করেন। স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।

এবারের প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। এরমধ্যে খুলনার তেরখাদা এলাকার ভাই ভাই জলপরী দল চ্যাম্পিয়ন হয়েছে। 

পরে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পঙ্কজ কুমার চন্দ্র রায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক সানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/বাগেরহাট/৪ সেপ্টেম্বর ২০১৭/টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়