ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে অতিরিক্ত দেড় হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 'ইরানি বাহিনীগুলোর অব্যাহত হুমকি মোকাবেলায়' এসব সেনা ও সমরাস্ত্র পাঠানো হবে শুক্রবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার জাপান সফরের প্রাক্কালে ট্রাম্প জানান, প্রকৃতিগতভাবে এই সেনা পাঠানো হবে প্রতিরক্ষামূলক। এই দেড় হাজার সেনার মধ্যে রয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষজ্ঞ, তাৎক্ষনিক বিমান হামলার হুমকি চিহ্নিত করতে সক্ষম ইউনিট এবং সেনা প্রকৌশলী। এছাড়া একটি যুদ্ধবিমান স্কোয়াড্রনও এই দলে থাকছে।

ট্রাম্প বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে সুরক্ষা  চাই। আমরা তুলনামুলকভাবে একটি ছোট সংখ্যক বাহিনী পাঠাচ্ছি, যা মূলত প্রতিরক্ষামূলক।’

মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ৭০ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। সেই তুলনায় নতুন করে পাঠানো এই দেড় হাজার সেনা ‘স্বল্পই’ বটে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়