ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৪ ঘণ্টা গ্যাস পাবে না ফিলিং স্টেশন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টা গ্যাস পাবে না ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিবেদক : বিবিয়ানা গ্যাসক্ষেত্র রক্ষণাবেক্ষণের স্বার্থে তিতাস গ্যাসের অধীনস্থ সব সিএনজি ফিলিং স্টেশন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ ছাড়া পেট্রোবাংলার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) (উৎপাদন ও বিপণন) জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে চব্বিশ ঘণ্টা গ্যাস উত্তোলন বন্ধ থাকবে। বুধবার রাত ১২টার পর থেকে পুনরায় সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তখন থেকে ৩ জুলাই পর্যন্ত সব সময় গ্যাস পাওয়া যাবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালেও একই কারণে ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলো গ্যাস পায়নি।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়