ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মনযোগ সরাতেই টেম্পারিংয়ের অভিযোগ : কোহলি

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২৫ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনযোগ সরাতেই টেম্পারিংয়ের অভিযোগ : কোহলি

ক্রীড়া ডেস্ক : রাজকোট টেস্টে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির  বল টেম্পারিংয়ের ফুটেজ প্রকাশ করেছে একটি ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা। কোহলি মনে করছেন সিরিজ থেকে মনযোগ সরাতেই নাকি তার বিরুদ্ধে এভাবে নেমেছে বৃটিশ মিডিয়া।

 

রাজকোট টেস্টে ড্রয়ের পর বিশাখাপত্তমে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ভারতীয় গনমাধ্যম মনে করছে মোহালীতে তৃতীয় টেস্টের নামার আগে তার বিরুদ্ধে টেম্পারিংয়ের অভিযোগ দাড় করারনোর চেষ্টা করছে ইংলিশ গনমাধ্যমগুলো।

 

কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসির বিপক্ষেও এভাবে ভিডিও ফুটেজ নিয়ে টেম্পারিংয়ের অভিযোগ তুলে আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে বল টেম্পারিংয়ের কারণে প্রোটিয়া অধিনায়ককে পুরো ম্যাচ ফি জরিমানাসহ ৩ ডেমিরেটস পয়েন্ট যোগ করে দেওয়া হয়। ভারতীয় গনমাধ্যম মনে করছে আইসিসির মনেযোগ আকর্ষন করতেই নাকি এভাবে মিথ্যা অভিযোগ তুলেছে বৃটিশ ট্যাবলয়েড পত্রিকাটি।

 

মোহালীতে শনিবার তৃতীয় টেস্টে মাঠে নামার আগে কোহলি বলেন, ‘এই বল টেম্পারিংয়ের অভিযোগ শুধু সিরিজ থেকে মনযোগ সরারনোর জন্য তোলা হয়েছে। আমার মতে পত্রিকার প্রতিবেদন আইসিসির সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। আমি এমন সংবাদ পড়ি না যা পাঁচদিন আগের ঘটনা নিয়ে ইস্যু তৈরি করতে চায়। এই সংবাদ আমাকে শুধু হাসিয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৬/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়