ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ায় বিক্ষোভ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৭, ২৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামীলীগ দলীয় প্রাক্তন এমপি আফাজ উদ্দিন আহমেদ মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা।

প্রাক্তন ছাত্র নেতা অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশার দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আফাজ উদ্দিন আহমেদের সমর্থকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া বাজারে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তারাগুনিয়া প্রাক্তন এমপি আফাজ উদ্দিন আহমেদের নিজ এলাকা। প্রায় ঘন্টাব্যাপী চলা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল চলাকালে তারাগুনিয়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দৌলতপুর থানার এসআই শাহাদত। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে রোববার সন্ধ্যায় উপজেলার আল্লারদরগা বাজারে বর্তমান আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরাও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ১৬ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।




রাইজিংবিডি/ কুষ্টিয়া/২৬ নভেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ