ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মনোনয়নপত্র কিনলেন মাশরাফি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়নপত্র কিনলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি মনোনয়ন ফরম কেনেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি প্রমুখ।

মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।

ধানমন্ডিতে মনোনয়নপত্র কিনতে আসার আগে গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার দোয়া চান মাশরাফি।
 


রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান তিনি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার দোয়া নেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।

গণভবন থেকে বেরিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান মাশিরাফি। এর আগে তার মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসার খবরে কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেয় মাশরাফির সমর্থকেরা।






রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/নাসির/সাইফ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়