ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মন্ত্রীদের বেতন কমাচ্ছে মালয়েশিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রীদের বেতন কমাচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি খরচ কমানোর অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলেন এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

পারদানা পুত্রাতে মাহাথির সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলেছেন, ‘মন্ত্রীদের মূল বেতন থেকে এটি কর্তন করা হবে। দেশের অর্থনীতিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনও এই কাজ করেছিলাম।’

মাহাথির জানিয়েছেন, সরকারের বড় প্রকল্পগুলো আবারও পর্যালোচনা করা হবে। এগুলোর বাজেট কাঁটছাঁটের সম্ভাবনা রয়েছে। এছাড়া ‘ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরর্স কাউন্সিল ও স্পেশাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মতো অপ্রয়োজনীয় কিছু সংস্থা বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়