ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মরদেহ শনাক্ত করতে স্বজনেরা নাসিরপুরে

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মরদেহ শনাক্ত করতে স্বজনেরা নাসিরপুরে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের নাসিরপুর জঙ্গি আস্তানায় নিহতদের মরদেহ শনাক্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন তাদের স্বজন ও জনপ্রতিনিধি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মৌলভীবাজারে পৌঁছেছেন তারা।

পুলিশ জানায়, নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত দুই নারীর একজনের বাবা, একজনের বোন ও সেখানকার ইউনিয়ন পরিষদের একজন সদস্য এসেছেন। তারা মৌলভীবাজার জেলা পুলিশের কার্যালয়ে অবস্থান করছেন। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করবেন।

গত ২৯ মার্চ সন্ধ্যার পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় শুরু হয় অপারেশন হিটব্যাক। সোয়াতের অভিযান শেষে সেখান থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুর মরদেহ ছিল।




রাইজিংবিডি/মৌলভীবাজার/৩ এপ্রিল ২০১৭/হোসাইন আহমেদ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ