ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মহেশখালীতে এক ফরাসীর মৃত্যু

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহেশখালীতে এক ফরাসীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মহেশখালীতে নির্মাণাধীন এলএনজি গ্যাস স্টেশনে কর্মরত ফ্রান্সের এক নাগরিকের মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় নির্মাণাধীন এলএনজি গ্যাস স্টেশনে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।

ফ্রান্সের নাগরিক মাইকেল রোনাল (৪৮) একজন যন্ত্রবিদ।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মহেশখালী উপজেলার সোনাদিয়ায় নির্মাণাধীন এলএনজি গ্যাস স্টেশনে কর্মরত ছিলেন ফ্রান্সের নাগরিক মাইকেল রোনাল। মঙ্গলবার রাতে খাবার খেয়ে এলএনজি স্টেশন সংলগ্ন আবাসস্থলে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৮টা পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সেখানে কর্মরতরা পুলিশকে খবর দেন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মাইকেল রোনালকে পায়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

প্রদীপ কুমার দাশ জানান, ময়নাতদন্তের পর ফ্রান্সের নাগরিকের মৃতদেহ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।



রাইজিংবিডি/কক্সবাজার/৭ ফেব্রুয়ারি ২০১৮/রুবেল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়