ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাইশুকুরের ব্যাটিং দৃঢ়তায় রাজশাহীর লিড

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইশুকুরের ব্যাটিং দৃঢ়তায় রাজশাহীর লিড

অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়ছে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ।

 

রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আর সেটা সম্ভব হয়েছে মাইশুকুর রহমানের ব্যাটিং দৃঢ়তায়।

 

প্রথম ইনিংসে রাজশাহী ১৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ৩৫১ রান সংগ্রহ করে। ১৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রাজশাহী বিভাগ। শুরুতে উইকেট হারালেও মাইশুকুর রহমানের অপরাজিত ১৪৬ রানে ভর করে ৭২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। রংপুরের বিপক্ষে ১৫৩ রানের লিড নিয়েছে রাজশাহী।

 

ক্রিজে আছেন মাইশুকুর রহমান (১৪৯) ও অধিনায়ক জহুরুল ইসলাম (৪১)। তারা দুজন চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। মাইশুকুরের ২০০ বলে করা ১৪৯ রানের ইনিংসে ১৫টি চারের মারের পাশাপাশি ২টি ছক্কার মারও রয়েছে।

 

জহুরুল ইসলাম ছাড়াও মাইশুকুরকে ব্যাট করতে সহায়তা করেছেন জুনায়েদ সিদ্দকী (৬৮) ও ফরহাদ হোসেন (২৮)।

 

বল হাতে রংপুরের সাজেদুুল ইসলাম, নাসির হোসেন ও মাহমুদুল হাসান ১টি করে উইকেট নিয়েছেন।
 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়