ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাগুরায় চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঢুষরাইল গ্রামের একটি মাদ্রাসার পেছন থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পেছনের ঝোঁপের মধ্যে থেকে এসব বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ কুতুব উদ্দিন জানান, ভোরে তিনি প্রথম বোমাসদৃশ বস্তু চারটি দেখতে পান। সেগুলো মাদ্রাসার পাশের কয়েকজন বাসিন্দাকে ডেকে দেখান। পরে বিষয়টি মোবাইলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা বিল্লাল হোসেন মোল্লাকে জানানো হয়। তিনি ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাসদৃশ বস্তুগুলো কৌটার আকৃতি। লাল স্কসটেপ দিয়ে মোড়ানো। বৈদ্যুতিক দুটি তার দেখা গেছে। মোবাইলের গায়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা বিল্লাল হোসেন মোল্লার মোবাইল নম্বর লিখে স্কসটেপ দিয়ে মোড়ানো আছে।

মাওলানা বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘আমাকে হয়রানির জন্য এ ঘটনা সাজানো হয়েছে।’

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এসআই শাহাবুর ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত চলছে।’




রাইজিংবিডি/মাগুরা/২৬ এপ্রিল ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়