ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাগুরায় আব্দুল হালিমকে সম্মাননা

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় আব্দুল হালিমকে সম্মাননা

মাগুরা প্রতিনিধি : ফুটবল মাথায় নিয়ে দুইটি গিনেস রেকর্ড সৃষ্টিকারী মাগুরার কৃতি সন্তান ফুটবল জাদুকর খ্যাত আব্দুল হালিমকে সম্মাননা জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মাগুরার কৃতি সন্তান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল এর উপস্থিতিতে বুধবার বিকেলে জেলা প্রশাসন এ সম্মাননার আয়োজন করে।

মাগুরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা সভায় আব্দুল হালিমকে সম্মাননা স্মরক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা বাসুদেব কুন্ডু, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্রসহ অন্যরা।

 



এ সময় গোলাম মর্তুজা স্বপন আব্দুল হালিমের অর্থনৈতিক দুরবস্থার কথা শুনে তাকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আব্দুল হালিমকে স্থায়ী আয়ের উৎস সৃষ্টিতে সহায়তার আশ্বাস দেওয়া হয়।



রাইজিংবিডি/মাগুরা/ ২১ জুন ২০১৭/ মো. আনোয়ার হোসেন শাহীন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়