ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাগুরায় শেষ হলো তিন দিনের ইজতেমা

আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় শেষ হলো তিন দিনের ইজতেমা

আখেরি মোনাজাত

মাগুরা প্রতিনিধি : বিশ্বের সব মানুষের হেদায়েত ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের  মধ্য দিয়ে মাগুরায় শনিবার শেষ হলো তিন দিনের আঞ্চলিক ইজতেমা। দুপুরে আখেরি মোনাজাত পরিচালনা করেন  তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা রবিউল হক।

 

তাবলিগ জামায়াতের স্বেচ্ছাসেবক জায়েদ হাসান জানান,  মাগুরা সরকারি বালক বিদ্যালয় ও আদর্শ কলেজ মাঠে হাজার-হাজার মুসল্লির উপস্থিতিতে গত ৫ জানুয়ারি  ইজতেমা শুরু হয়। এতে বয়ানে শরিক হন জেলার ৪ উপজেলা ও ৩৬টি ইউনিয়নের কয়েক হাজার মুসল্লি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শনিবার ইজতেমা সম্পন্ন হয়।

 

সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সবার সহযোগিতায় ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

 

রাইজিংবিডি/মাগুরা/৭ জানুয়ারি ২০১৭/আনোয়ার হোসেন শাহীন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়