ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমারখালী উপজেলার খোদ্দ ভালুকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হবিবর রহমান (৫০) এবং তার স্ত্রী জোছনা খাতুন (৪২)।

আদালত সূত্রে জানায়, ২০১৭ সালে ২৯ আগস্ট সকাল ৭টায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল আসামি জোছনা খাতুনের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় আসামির বসত ঘরের বিছানার নিচ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে আসামি জোছনা ও তার দখল থেকে উদ্ধারকৃত হেরোইনসহ অপর আসামি হবিবরের বিরুদ্ধে মামলা দায়ের করে কুমারখালী থানায় সোপর্দ করা হয়।

কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, কুমারখালী থানায় দায়ের করা মামলা তদন্ত শেষে ২০১৭ সালের ১০ ডিসেম্বর আসামি জোছনা খাতুন ও তার স্বামী হবিবরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শেষে দীর্ঘ শুনানি করে রায় ঘোষণা করেছেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৩ মে ২০১৯/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়