ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪, অস্ত্র উদ্ধার

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪, অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মাদকসহ ১৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে ১২৩ বোতল ফেনসিডিল, ৪০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি পিস্তুল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাপ্পী (৩৩), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন বাবু (৩৬), সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী মহল্লার মিলনের স্ত্রী মো. হুসনে আরা ওরফে হুসনা, একই মহল্লার রেজাউল ইসলামের স্ত্রী পপি খাতুন, মাহমুদপুর মহল্লার হরমুজ শেখের ছেলে আব্দুস সালাম ও রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের কেরামত আলীর ছেলে জাকির হোসেনের নাম জানা গেছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ জানান, সিরাজগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কামরুল ইসলাম বাপ্পী ও বাবুল হোসেন বাবুর কাছ থেকে পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়েছে। 



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২৫ মে ২০১৮/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়