ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাদকসেবীদের আইনের আওতায় আনা হবে : পলক

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকসেবীদের আইনের আওতায় আনা হবে : পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদককে না বলুন, মাদক যারা সেবন করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দেওয়া হবে।

তিনি বলেন, মাদক সেবনে যদি নিজ দলের ও প্রশাসনের কেউ জড়িত থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না, কঠোর হাতে তাদের দমন করা হবে।

রোববার দুপুরে নাটোরে মাদকমুক্ত কমিটি গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিংড়া উপজেলা কনফারেন্স রুমে মাদকমুক্ত কমিটি গঠন অনুষ্ঠানের আহ্বায়ক মতিয়ার রহমান মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা আসিফ মাহমুদ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নবীর উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মীরা।



রাইজিংবিডি/নাটোর/১ অক্টোবর ২০১৭/এম.এম আরিফুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়