ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাদাম তুসোতে সবচেয়ে কম বয়সি বরুণ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদাম তুসোতে সবচেয়ে কম বয়সি বরুণ

বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক: খুব বেশিদিন হয়নি বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে তার পথ চলা শুরু। এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে নিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি।

দেশের বাইরেও বরুণের জনপ্রিয়তা রয়েছে। ভক্তদের ভালোবাসার কারণেই এবার হংকংয়ের মাদাম তুসো জাদুঘরে স্থান পাচ্ছে বরুণের মোমের মূর্তি। এ অভিনেতা সবচেয়ে কম বয়সি বলিউড তারকা এবং চতুর্থ ব্যক্তি যার মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পাচ্ছে। এর আগে মহাত্মা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভ বচ্চনের মোমের মূর্তি মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে বরুণ সংবাদমাধ্যমে বলেন, ‘এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। হংকংয়ে আমার মোমের মূর্তি হচ্ছে বিষয়টি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’

বর্তমানে দিল্লিতে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বরুণ। তার আগে মাদাম তুসোর একটি টিম মুম্বাইয়ে এ অভিনেতার সঙ্গে কথা বলেছেন এবং শরীরের মাপ নিয়েছেন। সে সময় প্রায় দুইশ বিষয়ে তার মাপ নেয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়