ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মার্কিন মুলুকে লা লিগার ম্যাচ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্কিন মুলুকে লা লিগার ম্যাচ

লা লিগার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : ১৯২৯ সালে যাত্রা শুরুর পর থেকে স্প্যানিশ লা লিগার সব ম্যাচই হয়ে আসছে স্পেনে। দীর্ঘ ইতিহাসটা এবার বদলে যাচ্ছে। প্রথমবারের মতো লা লিগার ম্যাচ হতে যাচ্ছে স্পেনের বাইরে।

শুধু স্পেনের বাইরেই নয়, ইউরোপ মহাদেশের গণ্ডি পেরিয়ে স্প্যানিশ লিগ পা রাখতে যাচ্ছে উত্তর আমেরিকায়। লা লিগার ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে।

মূলত স্প্যানিশ লা লিগা এবং মিডিয়া কোম্পানি রিলেভেন্টের ১৫ বছরের সম্পর্কের পরিকল্পনার অংশ এটি। যারা উত্তর আমেরিকায় ফুটবলকে জনপ্রিয় করতে প্রাক-মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ আয়োজন করে থাকে।

প্রতি মৌসুমে একটি করে ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। তবে কবে, কখন, কোথায়, কিংবা কোন কোন দল খেলবে, তা নিশ্চিত করেননি লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

এর আগে তেবাস বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো কখনোই স্পেনের বাইরে হবে না।'

কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অংশ হিসেবে ২০১৭ সালের জুলাইয়ে মিয়ামিতে স্পেনের শীর্ষ দুই ক্লাব খেলেছিল একটি প্রীতি ম্যাচ। যেটি ছিল ১৯৯১ সালের পর স্পেনের বাইরে প্রথম কোনো এল ক্লাসিকো।

গত রোববার মরক্কোতে অনুষ্ঠিত হয় বার্সেলোনা ও সেভিয়ার মধ্যকার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, যা স্পেনের বাইরে এবারই প্রথম।

তথ্যসূত্র : বিবিসি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়