ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মার্চ-এপ্রিলে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্চ-এপ্রিলে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু

নিজস্ব প্রতিবেদক : আগামী মার্চ-এপ্রিলে দেশব্যাপী পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর খাদ্য ভবন সভাকক্ষে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি চাল বিতরণ, খাদ্য সংগ্রহ এবং বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি বিষয়ে খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে চাল দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংগ্রহ করতে না পারায় খাদ্যের মজুত কমে গিয়েছিল। তাই খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে আগামী মার্চ-এপ্রিলে পুনরায় এ কর্মসূচি চালু হবে।

তিনি বলেন, ওএমএস এর (খোলা ট্রাকে বাজারে চাল বিক্রি) চাল বিক্রি বর্তমানে বিভাগীয় পর্যায়ে চালু রয়েছে। আগামী মার্চে দেশব্যাপী এ কার্যক্রমও চালু হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি নিজস্ব কর্মসূচি। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারীতে এ কর্মসূচির উদ্বোধন করেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দিচ্ছে সরকার।

তবে গত ২০ সেপ্টেম্বর (২০১৭) দ্বিতীয় পর্বে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সরকারি গুদামে চালের সংকট দেখা দেয়ায় তা স্থগিত করা হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়