ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৪০৩

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৪০৩

ক্রীড়া ডেস্ক : সিরিজ বাঁচাতে পার্থে লড়ছে ইংল্যান্ড। মর্যাদার অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের হারে খাঁদের কিনারায় দলটি।

তৃতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ভালো অবস্থানেই ইংলিশরা। ডেভিড মালান ও  জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৩ রান করেছে ইংল্যান্ড।

গতকাল প্রথম দিনে ৪ উইকেটে ৩০৫ রান তুলে দিনশেষ করেছিল ইংল্যান্ড। দলটির হয়ে মালান ১১০ ও জনি বেয়ারস্টো ৭৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে আজ ৩৬৮ রানের মাথায় মালানকে সাজঘরে পাঠান নাথান লিয়ন। ব্যক্তিগত ১৪০ রানে মালান ফেরায় জনি বেয়ারস্টোর সঙ্গে পঞ্চম উইকেটে ২৩৭ রানের জুটি ভাঙে। ২২৭ বল মোকাবিলা করে ১৯ চার ও ১ ছক্কায় এ ইনিংসটি খেলেন তিনি। এরপর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই মঈন আলীকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। দলীয় ৩৮৯ রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। এসময় ব্যক্তিগত ৮ রানে ক্রিজে থাকা ক্রিস ওকসকে প্যাভলিয়নে পাঠান জস হ্যাজলউড। আজ সেঞ্চুরির দেখা পেলেও শেষদিকে দলের বিপর্যয়ে টিকে থাকতে পারেননি জনি বেয়ারস্টো।

ব্যক্তিগত ১১৯ রানে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ২১৫ বলে ১৮ চারে এ ইনিংসটি সাজান তিনি। ইংলিশদের হয়ে শেষদিকে স্টুয়ার্ড ব্রডের ব্যাট থেকে ১২ রান এসেছে।

বল হাতে পার্থ টেস্টের শুরুতেও দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার পেসাররা। স্বাগতিকদের হয়ে মিচেল স্টার্ক ৪টি, জস হ্যাজেলউড ৩টি ও প্যাট কামিন্স একটি উইকেট পেয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়