ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

রাজু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া : দোয়া মাহফিল ও  কেকে কেটে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার, বঙ্গবন্ধুকন্যা, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

 

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং-এর বিরতি রেস্টুরেন্টের এ অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, প্রিয় নেত্রীর জন্মদিন পালন উপলক্ষে সন্ধ্যা থেকেই বুকিত বিনতাং-এ জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। মধ্যরাতের নীরাবতা ভেঙে কেক কেটে ও শুভ কামনা জানানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন তারা।

 

মালয়েশিয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক দুটি কেক কাটা হয়। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা জামিল হোসেন নাসির, তাঁতী লীগের গোলাম মোস্তফা, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, হাজী জাকারিয়া, জসীম উদ্দিন চৌধুরী, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, হাফিজুর রহমান ডাবলু, আব্দুল করিম, কাইয়ুম সরকার, লিটন দেওয়ান আজিজ, আবুল হোসেন, দাতু এবাদত হোসেন, শাখাওয়াত হক জোসেফ, অ্যাড. মিনহাজ উদ্দিন মিরান, শওকত হোসেন তিনু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, সাইদ সরকার, শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, জাকির হোসেন, কৃষক লীগের আহ্বায়ক হারুন অর রশিদ, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল শিকদার, মিনহাজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

উপস্থিত নেতাকর্মীরা প্রিয় নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান চৌধুরী।

 

উল্লেখ্য, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৬/রাজু/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়