ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মাহাথিরের দলের নিন্দা করে গান গাইলেন নাজিব (ভিডিও)

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহাথিরের দলের নিন্দা করে গান গাইলেন নাজিব (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : গান গেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দল পাকাতান হারাপানের নিন্দা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নাজিবের ওই গানের ভিডিও।

মার্কিন ব্যান্ড দ্য ম্যানহাটানসের বিখ্যাত গান ‘কিস অ্যান্ড সে গুড বাই’ এর টিউনে মালে ভাষায় গানটি গেয়েছেন নাজিব। মূল গানের কথাগুলো সম্পূর্ণ বিপরীতধর্মী করে মাহাথিরের জোটকে পরিহাস করেছেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।

মূল গানটি শুরুর আগে সুর করে নাজিব বলেছেন, ‘আজ আমার জীবনের সবচেয়ে দুঃখময় দিন। ২০১৮ সালের ৯ মে আমাকে উচ্ছেদ করার পর থেকে। সারাটা সময় আমি যাদেরকে  সত্যিকারার্থে ভালোবাসি সেসব লোকদের জন্য লড়াই করে যাচ্ছি।’ এরপরই গানটি শুরু করেন নাজিব।

স্টুডিওতে করা ভিডিওতে নাজিবের সঙ্গী ছিলেন ১৫ জন। তারা সবাই নাজিবের সঙ্গে কোরাস ধরেছেন।

সরকারের নিন্দা করে গানের কথায় ছিল, ‘আশা পাহাড়ের চূড়ার মতো উঁচু তবে ধসে পড়ে ধুলিস্যাৎ হবে।’

ক্ষমতায় থাকাকালে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ তহবিল থেকে নিজের নামে অর্থ সরিয়ে ছিলেন বলে অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির একাধিক অভিযোগ গঠন করা হয়েছে।

ভিডিও লিংক :





রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়