ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিঠাপুকুরে ১৭ ইউনিয়নে আ.লীগের কমিটি বাতিল

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিঠাপুকুরে ১৭ ইউনিয়নে আ.লীগের কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি বাতিল করা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, মিঠাপুকুর উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। এ ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই এসব ইউনিয়নের কমিটি বাতিল করে আগামী ৩০ জুনের মধ্যে নতুন কমিটি গঠন করে থানা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/রংপুর/২২ মার্চ ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়